Blog Post

নিম্ন এবং মধ্যম আয়ের নাগরিকদের আবাসন নামের 'মরিচীকা'- কিছু পরিসংখ্যান এবং কঠোর বাস্তবতা
অতি সম্প্রতি নিম্ন আয়ের মানুষের জন্য ঢাকার উপকণ্ঠে সাটেলাইট শহর প্রকল্প বিষয়ক ভারতের সাহারা গ্রুপের বিনিয়োগ একটি লেখায় (সূত্র-১) আমি মন্তব্য করেছিলাম যে আদতে 'নিম্ন আয়ের মানুষদের জন্যে' আবাসনের কথা বলা হলেও ঐ আবাসনের ভোক্তা গ্রুপের মধ্য আর সবাই থাকলেও যে নিম্ন বা মধ্যম আয়ের জনগোষ্ঠীর কেউ থাকবেনা এটা নিশ্চিত। এ...Continue

Archive