Announcement

22 Aug 2024

দেশের বিভিন্ন অঞ্চলের বন্যাপীড়িত মানুষের সাহায্যার্থে বিআইপির তহবিল সংগ্রহ কর্মসূচীতে অংশগ্রহণ প্রসঙ্গে

প্রিয় পরিকল্পনাবিদ

বাংলাদেশ ইনিস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-র পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাই।

আপনারা সকলেই অবহিত আছেন যে, বিগত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে ফেনী, নোয়াখালি, কুমিল্লা, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বন্যায় রাস্তাঘাট, বসতবাড়ি, গবাদি পশু, ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে গিয়েছে। অসংখ্য পরিবার এই মুহূর্তে ঘরছাড়া। বন্যা পরিস্থিতি আরোও অবনতি হওয়ার আশংকা রয়েছে। প্রতি মুহূর্তেই বিপর্যস্ত মানুষের ছবি আমাদের হৃদয়কে ব্যথিত করছে। এই ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের রক্ষার্থে সর্বাত্নক সাহযোগিতার হাত বাড়িয়ে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব।

এরই ধারাবাহিকতায়, বন্যা পীড়িত অসহায় মানুষদের সাহায্যার্থে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) তহবিল সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে। দেশের এই সংকটময় পরিস্থিতিতে আজ থেকে আগামী ২৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত আপনাদের পাঠানো তহবিল আমরা পৌছে দেব বন্যা কবলিত এলাকার অসহায় মানুষদের সাহায্যার্থে।

তহবিল পাঠানোর মাধ্যমঃ

বিকাশ মার্চেন্ট নম্বরঃ +৮৮০১৮৬২২৬৭৬২৪
(বিকাশ এ্যাপ থেকে ‘মেক পেমেন্ট’ করুন এবং রেফারেন্স নম্বরে লিখে দিন Flood<Space>BIP Membership No.)

ব্যাংক একাউন্ট
Bank Name: Islami Bank Bangladesh Limited
Branch Name: Hatirpool Sub-Branch, Dhaka
Account Name: Bangladesh Institute of Planners
Account Number: 20506390200051700
Routing Number: 125270852
Account Type: Mudaraba Savings Account
(টাকা পাঠানোর পেমেন্ট স্লিপের স্ক্যান কপি ফিরতি ইমেইল এর মাধ্যমে পাঠিয়ে দিন)

বিশেষ দ্রষ্টব্যঃ তহবিল পাঠানো সংক্রান্ত যে কোন তথ্যের জন্য বিআইপির কর্মকর্তা জনাব এ এ এম আল জাকারিয়া তাজ (০১৯৮৩৮২৮০৮২) অথবা জনাব তন্ময় কুমার সরকার (০১৬৭১১৮৭৮৯৭) এর সাথে যোগাযোগ করার অনুরোধ রইল। 

বিআইপির পক্ষ থেকে বন্যা কবলিত অসহায় মানুষের সাহায্যার্থে গৃহীত পদক্ষেপে সকলের এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদসহ


পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)