Announcement

06 Jun 2017

বি.আই.পি. কার্যনির্বাহী পরিষদ নির্বাচন নীতিমালা

প্রিয় পরিকল্পনাবিদ,

এই মর্মে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, বি.আই.পি.-র সংবিধান মোতাবেক প্রতি ২(দুই) বছর পর পর সরাসরি ভোটের মাধ্যমে বি.আই.পি.-র কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়ে থাকে। উক্ত নির্বাচন সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য করার লক্ষ্যে বর্তমান কার্যনির্বাহী পরিষদ “বি.আই.পি. কার্যনির্বাহী পরিষদ নির্বাচন নীতিমালা” প্রণয়নের গুরুত্ব অনুভব করে। সে লক্ষ্যে বি.আই.পি এর সাথে সম্পৃক্ত সকল বিশ্ববিদ্যালয় এলুমনাই প্রতিনিধিদের নিয়ে “বি.আই.পি. কার্যনির্বাহী পরিষদ নির্বাচন নীতিমালা” প্রণয়ন সংক্রান্ত একটি সাব-কমিটি গঠন করা হয়েছিল।

উক্ত সাব-কমিটির সদস্যদের দ্বারা প্রস্তুতকৃত “বি.আই.পি. কার্যনির্বাহী পরিষদ নির্বাচন নীতিমালা” এর একটি খসড়া এতদসঙ্গে আপনার সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো। এ বিষয়ে আপনার যদি কোন মতামত থাকে তবে তা লিখিত আকারে আগামী ৩০ জুন ২০১৭ তারিখের মধ্যে বি.আই.পি. কার্যালয়ে ই-মেইলের মাধ্যমে (bipinfo@bip.org.bd/bip.secretariat@gmail.com) প্রেরণের অনুরোধ করা হলো।

ধন্যবাদান্তে,

পরিকল্পনাবিদ মুহাম্মদ রাশিদুল হাসান উদয়
সদস্য সচিব
নির্বাহী বোর্ড নির্বাচন পরিচালন নীতিমালা এবং নির্বাচনী আচরণবিধি প্রণয়ন সাব-কমিটি

খসড়া বি.আই.পি. কার্যনির্বাহী পরিষদ নির্বাচন নীতিমালা
বি.আই.পি.-র গঠনতন্ত্র