BIP News

30 Jan 2024

Megacities of the Global South in the 2020’s শীর্ষক বই এর মোড়ক উন্মোচন এবং ‘মেগাসিটির বিবর্তন ও শহরের বাসযোগ্যতার রূপান্তর’ শীর্ষক আলোচনা সভা

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)’র উদ্যোগে বিগত ৩০ জানুয়ারি ২০২৩ (মঙ্গলবার), সকাল ১১:০০ টায় পরিকল্পনাবিদ ড. তসলীম শাকুর ও স্থপতি ড. শায়ের গফুর সম্পাদিত Megacities of the Global South in the 2020’s শীর্ষক বই এর মোড়ক উন্মোচন এবং ‘মেগাসিটির বিবর্তন ও শহরের বাসযোগ্যতার রূপান্তর’ শীর্ষক একটি আলোচনা সভা বিআইপি কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়।



বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন পরিকল্পনাবিদ অধ্যাপক ড. ইশরাত ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর উপদেষ্টা পরিষদ আহ্বায়ক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ এবং সাবেক সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন বিশিষ্ট আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান।

অনুষ্ঠানে Megacities of the Global South in the 2020’s শীর্ষক বইটি সম্পর্কে বক্তব্য রাখেন বইটির সম্পাদক পরিকল্পনাবিদ ড. তসলীম শাকুর এবং স্থপতি ড. শায়ের গফুর। এছাড়াও বইটির প্রকাশক প্রতিষ্ঠান Knowledgists without Border এর প্রতিষ্ঠাতা জনাব অধ্যাপক সাদেকুল ইসলাম বইটির প্রকাশনা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিকল্পনাবিদ সালমা এ শফি, পরিকল্পনাবিদ ড. জাহিদ হোসেন খান, পরিকল্পনাবিদ ফারজানা রহমান, সাবেক সহ-সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম এবং বিআইপি’র প্রতিষ্ঠাতা সভাপতি পরিকল্পনাবিদ ড. গোলাম রহমান। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইপি’র বোর্ড সদস্য যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ তামজিদুল ইসলাম, পরিকল্পনাবিদ উসওয়াতুন মাহেরা খুশি, পরিকল্পনাবিদ হোসনে আরা, পরিকল্পনাবিদ মোঃ আবু নাইম সোহাগ, পরিকল্পনাবিদ মোঃ ফাহিম আবেদীন, পরিকল্পনাবিদ তানভীর রহমান খান, পরিকল্পনাবিদ মোঃ আমিনুর রহমান প্রমুখ।