BIP News

23 Feb 2024

বিআইপি’র ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে বার্ষিক বনভোজন আয়োজন


বিআইপি’র বার্ষিক বনভোজন বিগত ২৩ ফেব্রুয়ারি ২০২৪ চাঁদপুরে  অনুষ্ঠিত হয়। সাধারণত এটি সব সদস্যদের জন্য একটি মিলনমেলার সুযোগ সৃষ্টি করে। বনভোজনের দিন সকালে সকলে একত্রিত হয়ে লঞ্চের মাধ্যমে নির্ধারিত স্থানে যাওয়া হয়। সকালের নাস্তার মাধ্যমে দিনটি শুরু হয়। এরপর শুরু হয় বিভিন্ন ধরণের খেলাধুলা ও প্রতিযোগিতা, যেমনঃ পিলো পাসিং, হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা ইত্যাদি।

প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণকারীদের মাঝে প্রবল উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। বিআইপি’র বার্ষিক বনভোজন সদস্যদের ব্যস্ত জীবনের চাপ থেকে মুক্তি দেয় এবং নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা যোগায়। 

বার্ষিক বনভোজন সুষ্ঠু ভাবে সম্পাদনের জন্য সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন পরিকল্পনাবিদ মোঃ আবু নাইম সোহাগ (আহ্বায়ক) ও পরিকল্পনাবিদ মোঃ ফাহিম আবেদীন (সদস্য)। বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়।