BIP News

08 Mar 2024

বিআইপি’র ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে বার্ষিক ক্রীড়া উৎসব আয়োজন

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)’র ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে ৮ মার্চ ২০২৪ তারিখে দেশের ৭টি বিশ্ববিদ্যালয়ের প্ল্যানার্স অ্যালামনাই সংগঠনের সদস্য এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বার্ষিক ক্রীড়া উৎসব ২০২৪’ বুয়েট কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়। বিআইপি’র সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান উৎসবের উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিআইপি’র সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান, সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন, পরিকল্পনাবিদ ড. মো. শফিক-উর রহমান, বোর্ড সদস্য পরিকল্পনাবিদ উসওয়াতুন মাহেরা খুশি, পরিকল্পনাবিদ হোসনে আরা, পরিকল্পনাবিদ মোঃ আবু নাইম সোহাগ এবং পরিকল্পনাবিদ মোঃ ফাহিম আবেদীন। উপদেষ্টা পরিষদের আহ্বায়ক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ, সাবেক সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন, সাবেক কোষাধ্যক্ষ পরিকল্পনাবিদ মোঃ আলিম আল রাজী, সিনিয়র পরিকল্পনাবিদ সদস্য এবং সংশ্লিষ্ট অ্যালামনাই প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।



বার্ষিক ক্রীড়া উৎসবের মূল আকর্ষণ ছিল প্ল্যানার্স ক্রিকেট টুর্নামেন্ট এবং উইমেন প্ল্যানার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট। দর্শকদের জন্য উন্মুক্ত দাবা, লুডু, ক্যারাম, ডার্ট থ্রো এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। একইসাথে বাচ্চাদের জন্য বয়সভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় রুয়েট আরবান প্ল্যানার্স এসোসিয়েশন এবং রানার্স আপ হয় অ্যালামনাই এসোসিয়েশন অব কুয়েট প্ল্যানার্স। উইমেন প্ল্যানার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন পরিকল্পনাবিদ ফারিয়া ইয়াসমিন (এএম-১৭৬৯) এবং রানার্স আপ হন পরিকল্পনাবিদ অধ্যাপক ড. কাশফিয়া নাহরিন (এফ-৩৬৮)। বিআইপি’র বর্ষিক ক্রিয়া অনুষ্ঠান আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন পরিকল্পনাবিদ মোঃ ফাহিম আবেদীন (আহ্বায়ক), পরিকল্পনাবিদ হোসনে আরা (সদস্য), এবং পরিকল্পনাবিদ মোঃ আবু নাইম সোহাগ (সদস্য)। প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথিগণ বিজয়ীদের হাতে পুরষ্কার ও ট্রফি তুলে দেন।