BIP News

26 Mar 2024

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন


প্রতি বছরের ন্যায় এবছরও ২৬ মার্চ ২০২৪ (মঙ্গলবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের নগর, অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনাবিদদের জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)’র পক্ষ থেকে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধা, বীর শহীদসহ জাতির স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে অবদান রাখা সকল আত্নত্যাগকারীদের প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

পুষ্পার্ঘ্য অর্পণের সময় বিআইপি’র সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এর নেতৃত্বে উপস্থিত ছিলেন বিআইপি’র সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন, যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ তামজিদুল ইসলাম, বোর্ড সদস্য পরিকল্পনাবিদ উসওয়াতুন মাহেরা খুশি, পরিকল্পনাবিদ হোসনে আরা এবং পরিকল্পনাবিদ মো: ফাহিম আবেদীন।

এছাড়াও পরিকল্পনাবিদ মোঃ রেদোয়ানুর রহমান হৃদম সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিআইপি স্টুডেন্ট চ্যাপ্টারের প্রতিনিধিগণ ।